বৈষ্ণব নগর

টাকা আত্মসাতের অভিযোগ তুলে প্রতিবন্ধীদের বিক্ষোভ

 

প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে চকসেহেরদি হ্যান্ডিক্যাপ সোসাইটির সেক্রেটারির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল প্রতিবন্ধীরা। ঘটনায় বেশ উত্তেজনা ছড়িয়ে পরে চকসেহেরদি পুর এলাকায়। পরে বৈষ্ণবনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

    প্রতিবন্ধীদের অভিযোগ হ্যান্ডিক্যাপ সোসাইটির সেক্রেটারি মাতরুল শেখ, প্রতিবন্ধীদের কাছ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন স্কিম ও ভাতা করে দেওয়ার নাম করে প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করে। আর এই অভিযোগেই এদিন চকসেহেরদি হ্যান্ডিক্যাপ সোসাইটির সেক্রেটারি মাতরুল শেখ এর বাড়িতে বিক্ষোভ দেখানোর পরে তার বাড়িতে তালা ঝুলিয়ে দেন প্রতিবন্ধীরা। সে সময় মাতরুল বাড়িতেই লুকিয়ে ছিলেন। এরপর আন্দোলন আরও জোরালো হলে মাতরুল বাড়ি থেকে বেরিয়ে আসে। তাকে দেখেই প্রতিবন্ধীরা জোরালো স্লোগান দিতে থাকে। তা শুনে ক্ষেপে যায় হ্যান্ডিক্যাপ সোসাইটির সেক্রেটারি মাতরুল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। এরপর বিক্ষোভরত প্রতিবন্ধীদের ওপর চড়াও হন তারা। রাস্তায় ফেলে কিল ও ঘুসি লাথি দিয়ে বিক্ষোভকারী প্রতিবন্ধীদেরকে বেধড়ক মারধর করে মাতরুল বলে অভিযোগ। যদিও এরই মাঝে বৈষ্ণব নগর থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

    বিক্ষোভকারী প্রতিবন্ধীরা জানান, দীর্ঘ পাঁচ বছর আগে আমার কাছ থেকে ঘর দেওয়ার নাম করে চল্লিশ হাজার টাকা নিয়েছে মাতরুল। পরে জানতে পারি এরকম অনেকের কাছ থেকেই সে টাকা তুলেছে। পাঁচ বছর হয়ে গেলেও সেই টাকা সে আমাদেরকে ফেরত দেয়নি। বিভিন্ন জায়গায় এর আগে অভিযোগ জানিয়েছি কিন্তু সূরাহা মেলেনি। পাশাপাশি বিক্ষোভকারীদের মারধর‌ও করা হয়েছে বলে দাবি করেন তারা।

   যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে চকসেহেরদি হ্যান্ডিক্যাপ সোসাইটির সেক্রেটারি মাতরুল শেখ। তার বক্তব্য, আমি কোনও টাকা নেয়নি। আমাকে ফাঁসানো হয়েছে। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।